পারুল প্রকাশনীতে ডা: বিধান চন্দ্র রায় শ্রদ্ধাঞ্জলি।
১লা জুলাই ২০২২, বাংলার কিংবদন্তী প্রাক্তন মুখ্যমন্ত্রী ও স্বনামধন্য চিকিৎসক ডা :বিধান চন্দ্র রায়ের ১৫০ তম জন্মদিন নিষ্ঠার সঙ্গে পারুল প্রকাশনী পালন করলেন নিজস্ব পারুল ভবনে।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুল প্রকাশনীর মানেজিং ডিরেক্টর বিশিষ্ট গণিতবিদ গৌরদাস সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও ক্রীষ্ঠান মাইনোরিটি সেল এর পরামর্শ দাতা বিশপ পিটার ডাঃ অলোক কুমার মুখোপাধ্যায়। এ ছাড়া অনুষ্ঠানে পারুল পরিবারের শতাধিক কর্মী উপস্থিত থেকে ডা:বিধানচন্দ্র রায় এর প্রতিকৃতি তে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন এ অংশগ্রহণ করেন সভাপতি ও প্রধান অতিথি। পরে প্রধান অতিথি তাঁর ভাষনে ডা: রায়ের চিকিৎসা র ভুয়োসী প্রশংসা করে বলেন ডা :রায় ছিলেন ধ্বনন্তরী চিকিৎসক।