বরুণ মন্ডল, কলকাতা: কলকাতা পুর এলাকার বড়ো রাস্তা অলি গলি লেন বাইলেনে পাকাবাড়ির ছাদের ওপর টিনের আচ্ছাদন কলকাতা পৌরনিগম আইন (১৯৮০) অনুযায়ী বেআইনি। এ বিষয়ে ১৭ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি মোহন কুমার গুপ্তার এক প্রশ্নের উওরে মহানাগরিক ফিরহাদ হাকিম বলেন, “পাকাবাড়ির ছাদের ওপর টিনের আচ্ছাদন আইনি নয়। কিন্তু ছোট টিনের শেড যদি কেউ দেয়, এটাকে মাইনর আন-অথরাইজড বলে ধরা হয়। এবং সে বিষয়ে পুর আইনানুযায়ী আমরা তার একটা চার্জ নির্দিষ্ট করি। এই ফিজটা অত্যন্ত কম।”
এ বিষয়ে মহানাগরিক আরও বলেন, যারা করছেন তাদের ক্ষেত্রে এখন কলকাতা পুর আইনানুযায়ী মোট ছাদের যদি ১০ শতাংশ ছোটও কনস্ট্রাকশন করতে হয়, তাহলে ১০০ টাকা দিয়ে পুরসভা থেকে অনুমতি নিয়ে নেওয়া উচিত। সুতরাং এটা খুবই একটা নমিনাল ফিজ দিয়ে রেগুলারাইজ করে নেওয়া ভালো বলে মহানাগরিক জানান।