Sat. Apr 1st, 2023

তাপস রায়: শেষের কি কোনো শুরু আছে? দার্শনিকদের কপালে এই প্রশ্ন চিন্তার ভাজ ফেললেও, এর এককথায় উত্তর কিন্তু খুব সহজ। আর সেটা হল ‘নেশা’। ক্ষণিকের সুখ যে চিরন্তন আনন্দের রচনায় দাড়ি টানতে পারে, তা নেশাগ্রস্ত ব্যক্তি ও তার পরিবার-পরিজনের চেয়ে বেশি ভালো আর কেই বা বুঝতে পারে?

সমাজকে সেই মারক নেশার কবল থেকে মুক্ত করতে যারা অনেকদিন ধরে প্রয়াস চালিয়ে যাচ্ছেন তারা হলেন আয়ুষ্মানা ফাউন্ডেশন। এ বছরের বিশ্ব মাদক বিরোধী দিবসে তাই ছবি-কথা-পোস্টারে মোড়া এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে এই সংগঠন সিপিডিআর হিউম্যান রাইটস ইন্ডিয়া (বেহালা শাখা)-র সহযোগিতায়।

রূপম ইসলাম, সুরজিৎ-এর গলায় মাদক বিরোধী গান যখন সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলছে, তখন আয়ুষ্মানা ফাউন্ডেশনের নেশামুক্ত সমাজ গড়ে তোলার এই উদ্যোগে বিশেষ উৎসাহ দেন সংগঠনের মুখ্য আধিকারিক সংকেত ভট্টাচার্য্য, বিশিষ্ট চিকিৎসক ডঃ সুপ্রিয় মন্ডল, জিৎ চক্রবর্তী, সরফরাজ মল্লিক, অনিরুদ্ধ পাল ও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!