গণমিত্র ডেস্ক : রবিবারের ছুটির দিন মর্মান্তিক মৃত্যু ঘটল দুই নাবালিকার। বজ্রপাতে মৃত্যু হল দুই তুতো বোনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি এলাকায়। ঘটনার জেরে গোটা গ্রামের লোকজন শোকস্তব্ধ।
জানা গিয়েছে, রবিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ঝড়-বৃষ্টিচলাকালীন আচমকা বজ্রাঘাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃত দুই বোনের নাম রণিতা পন্ডিত (৫) ও মৌমিতা পরামানিক(১২)। এরা সম্পর্কে তুতো বোন। মৌমিতা মামার বাড়িতেই থাকত। সেখানেই পড়াশোনা করত। পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল সে। এদিন বিকালে দুই বোন স্থানীয় মাঠে গরু আনতে গিয়েছিল। তখন আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে। ঘন ঘন বিদ্যুৎ চমাকাচ্ছিল। বজ্রপাত হচ্ছিল সমানে। আর তাতেই অকালে মৃত্যু ঘটে গেল দুই বোনের। আকস্মিক এই মৃত্যুর ঘটনার জেরে গোটা এলাকার মানুষ হতবাক। খবর পেয়ে এলাকায় আসে আরামবাগ থানার পুলিশ। দুই বোনের নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ।