অক্ষয় মাহাতো : একটি বিদ্যালয়, তার পবিত্র অঙ্গন আর বেশ কিছু গুণীজন শিক্ষক শিক্ষিকা আবারও সাক্ষী হলেন এক সবুজ শপথের। এমনই ছবি ধরা পড়লো শিক্ষক দিবসের দিন বেহালা গার্লস হাই স্কুলের প্রমথ নাথ মঞ্চে। স্কুলের প্রধান শিক্ষিকা ডঃ কাবেরী চট্টোপাধ্যায়ের হাতে জনৈক পরিবেশপ্রেমীর নামাঙ্কিত ‘বোধিবৃক্ষ’ উপহারস্বরূপ তুলে দেন ফ্লেয়ার ম্যানেজমেন্টের দুই প্রধান উদ্যোগী দেবতোষ চক্রবর্তী ও সোহিনী রায়।
৫ সেপ্টেম্বর বেহালা গার্লস স্কুলে ফ্লেয়ার ম্যানেজমেন্ট-এর তরফ থেকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ব্লাইন্ড স্কুলের সুযোগ্য ছাত্র শ্রী প্রণজিত ভৌমিক। ভরতনাট্যম এর মাধ্যমে গুরু বন্দনা পরিবেশন করেন ঈপ্সিতা মজুমদার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন তাপস রায়। তিনি রোটারিয়ান শ্রী প্রভাত ভানু মিত্র মহাশয়কে মঞ্চে আহবান করেন। শ্রী প্রভাত ভানু মিত্র মহাশয় শিক্ষা সম্পর্কে বেশ কয়েকটি অমূল্য কথা বলেন। এবং ফ্লেয়ার ম্যানেজমেন্ট এর দুই অন্যতম সদস্য শ্রী দেবোতোষ চক্রবর্ত্তী এবং শ্রীমতি সোহিনী রায়কে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করেন। এরপর প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় শ্রী সুদীপ কিরণ গোস্বামী মঞ্চে শিক্ষক দিবস সম্পর্কে দু একটি কথা বলেন এবং প্রবীণ অধ্যাপক শ্রী শুভেন্দু বারিক মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করা হয়। শ্রী শুভেন্দু বারিক মহাশয় সম্পর্কে প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সুদীপ কিরণ গোস্বামী দু চার কথা বলেন এবং ফ্লেয়ার ম্যানেজমেন্ট-এর পক্ষ থেকে শ্রীমান নভোনীল চক্রবর্ত্তী ফুল উত্তরীয় দিয়ে বরণ করে নেন।
শিক্ষক দিবস সম্পর্কে এবং বর্তমান শিক্ষাব্যবস্থা সম্পর্কে শ্রী শুভেন্দু বারিক মহাশয় কিছু বক্তব্য রাখেন। প্রাক্তন প্রধান শিক্ষক সুদীপ গোস্বামী এরপর মঞ্চে আহবান করেন ব্রতচারী বিদ্যাশ্রমের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী অসিত কুমার ঘোষ মহাশয়কে। তার হাতে স্মারক এবং পুষ্পস্তবক ও উপহার তুলে দেন প্রীতি রায়। মাননীয় অসিত ঘোষ মহাশয়ও বিদ্যালয় এবং শিক্ষক দিবস সম্পর্কে তার অমূল্য বক্তব্য রাখেন। বেহালা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ডঃ কাবেরী চট্টোপাধ্যায় এর হাতে স্মারক তুলে দেওয়া হয়। প্রত্যেকের মত শিক্ষক দিবস সম্পর্কে তিনিও তার বক্তব্য রাখেন। বেহালা ব্লাইন্ড স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতি লিসা ব্যানার্জিকে মঞ্চে স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। শ্রীমতি ব্যানার্জি একটি সংগীত পরিবেশন করেন এবং পরে তার স্বরচিত একটি কবিতা পাঠ করে শোনান যা দর্শককে মুগ্ধ করে। বেহালা বাণীতীর্থ গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতি শর্মিষ্ঠা চক্রবর্ত্তীর হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। তিনি একটি শিক্ষক দিবস সম্পর্কিত ইংরেজি কবিতা পাঠ করে শোনান। সব শেষেই শুভঙ্কর রায় চৌধুরী পরিচালিত ভাইব্রেশন ডান্স একাডেমীর একটি নৃত্য পরিবেশিত হয় যা প্রত্যেক দর্শকের মন ছুঁয়ে যায়। সমগ্র অনুষ্ঠানটিতে যারা বিশেষভাবে সাহায্য করেছেন তারা হলেন সায়ন্তন সাঁপুই, সৌগত দাস, সৌমিক ভট্টাচার্যী, কমল মালিক, অভিজিৎ মালিক ,সুশান্ত হালদার, প্রীতি রায়, নভোনীল চক্রবর্ত্তী আরো অনেকে।