গণমিত্র ডেস্কঃ শীত এখনো ঠিক জাঁকিয়ে পড়েনি কলকাতায়। কিন্তু তার আগেই মেলায় মোড়া এক টুকরো শীতের আমেজ দক্ষিণ কলকাতাকে উপহার দিতে হাজির চার দিনের ফুড ফেস্টিভ্যাল ‘হ্যাংলা জোন’।
নাচে-গানে ভরপুর ১০ই নভেম্বরের সন্ধ্যায় কলকাতা ট্রাঙ্গুলার পার্কে এই খাদ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মল্লার ঘোষ এবং মল্লিকা ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দিতা দত্ত অভিনেত্রী মৌ বৈদ্য, ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ দিলীপ মহারাজ, বিধায়ক দেবাশীষ কুমার, বরো চেয়ারম্যান
চৈতালি চ্যাটার্জী, কাউন্সিলর অঞ্জন পাল, সি আই সি জয়ন্ত রায়, অভিনেতা চন্দন দাস সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সলিউশন মাইক্রো এর কর্ণধার অভিষেক রায়, ভি, কে ইভেন্ট ওয়ালা কর্ণধার করবী পাল ও ঐশানী ক্রিয়েশন এর কর্ণধার শায়ন ব্যানার্জীর যৌথ উদ্যোগে এবং বসাক ইন্টেরিয়ার্স এর সহযোগিতায় আয়োজিত এই খাদ্য মেলায় অবাধ প্রবেশ থাকায় ১৩ই নভেম্বর -এর মধ্যে যে কোন একদিন সপরিবারে চলে আসতেই পারেন দেশী বিদেশী নানান খাবারের পসরা থেকে ছোটদের নিয়ে বিভিন্ন রকমের গেমস-এর আনন্দ উপভোগ করতে।