Sat. Apr 1st, 2023

গণমিত্র ডেস্ক: স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ভারতের সনাতনী শিক্ষা ধারার সাথে পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধন। যার ভরকেন্দ্র হয়ে বেঁচে থাকবে মানবতা। স্বামীজির সেই স্বপ্নই যেন বাস্তবায়িত করার প্রয়াস দেখা যায় তুলনামূলক ভারতীয় সাহিত্য ও লোকাভরণ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র (ICCILLSR)-এর কার্য বিবরণীতে।

গত ১৯শে অক্টোবর কলকাতার রোটারি সদনে বরেণ্য সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ৯৯ তম জন্মতিথি পালনের মধ্য দিয়ে তাদের প্রতিষ্ঠাদিবস উদযাপন করল এই বিশ্ব মানবিক প্রতিষ্ঠা কেন্দ্র। শিক্ষার বিশ্ব মানবিকরণ-এর উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলা এই সংস্থার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন সম্পাদক অধ্যাপক সুভাষ হালদার, যিনি মনে করেন যে উদ্ভাবনী গবেষণামূলক শিক্ষাই ভবিষ্যৎ।

এই উদযাপন মঞ্চ থেকে এদিন শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে তাদের বিশেষ অবদানের জন্য এই গবেষণা কেন্দ্র বিশেষ স্মারক সম্মান তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত নীরেন্দ্রনাথ পুত্র কৃষ্ণরূপ, কন্যা সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় , নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র সহ বহু অন্যান্য বিশিষ্টজনকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!