গণমিত্র : শহরের বিভিন্ন প্রান্তে মানুষের সেবায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। যেমনটি দেখা গেল যে ঠিক মধ্যাহ্নভোজনের সময় কালীঘাট মন্দিরের ঠিক পাশে একটি জায়গায় দাঁড়িয়ে অভুক্ত অভাবী মানুষ দের মধ্যে একটি গাড়ির থেকে হাতে করা রুটি বিতরণ করছেন। বেশ কিছু পুরুষ মহিলার ভিড়ে রুটি হালুয়া পরিবেশন করতে করতে গণমিত্র র প্রশ্নের উত্তরে শ্রীমতি বনশল জানালেন যে, প্রতি বুধবার ওনারা এই মন্দির সংলগ্ন চত্ত্বরে এই খাদ্য পরিবেশন করে থাকেন শহরের অন্যান্য জায়গার মতো। সম্পূর্ণ এই পরিষেবা টুকু পরিচালনা করা হচ্ছে ।
ইনার হুইল ক্লাব অফ কলকাতা নিউ জেন এর পক্ষ থেকে। এক কথায় পথের ধারে বিদিশা বনশল এর মত মানুষের পাশে থাকার সংকল্পটি যে যথেষ্ট প্রশংসনীয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও মানব সেবার দায়বদ্ধতা নিয়ে ইনার হুইল ক্লাব কোলকাতা জেন এর অনেক গুলি মানবিক প্রকল্প অসহায় মানুষ কে অনেক ভরসা জুগিয়েছে।