বরুণ মণ্ডল : কলকাতাবাসী কোভিড টিকার বুস্টার ডোজ নেওয়ায় এখনও অনেক পিছিয়ে। কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে সর্বমোট কত জনকে পুরসভা বুস্টার টিকাকরণ করেছে? এ বিষয়ে কলকাতা পুরসভা উপ-মহানাগরিক তথা পুর স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ অতীন ঘোষ বলেন, চলতি বছরের ২১ মার্চ সোমবার থেকে কলকাতা পুর এলাকায় কোভিড টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে। এখনও পর্যন্ত (১৭ জুন) ৪ লক্ষ ৩ হাজার ৮৪৪ জনকে কলকাতা পুরসভা কোভিড টিকা ও বুস্টার ডোজ নেওয়ায় কাজ সম্পন্ন করেছে। এরমধ্যে ২ লক্ষ ৮৫ হাজার ৯৪ জন হলো ৬০ বছর বয়সে ঊর্ধ্বে আর বাকি ৫৩ হাজার ৫৬ জন স্বাস্থ্যকর্মী আর ৬৫ হাজার ৬৯৪ জন হল ফ্রন্টলাইন ওয়ার্কার।
কলকাতাবাসী যারা এখনও কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেওয়ায় পরেও বুস্টার ডোজ সময় মতো নেননি, তাদের জন্য কলকাতা পুরসভা কী পরিকল্পনা করেছে? অতিরিক্ত এই প্রশ্নের উওরে অতীন ঘোষ বলেন, এখন যাঁরা বুস্টার ডোজ সময় মতো নেননি, তাদের জন্য কলকাতা পুরসভা পরিকল্পনা গ্রহণ করেছে, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা ও ১০০ দিনের কর্মীরা খোঁজ নিচ্ছে, কারা কারা বুস্টার ডোজ নেয়নি। তাদের নাম ও ফোন নম্বর লিপিবদ্ধকরণ করছেন। এই ফোন নম্বর গুলির ভিত্তিতে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে আমাদের এএএম -রা টেলিফোনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে বুস্টার ডোজ নেওয়ায় বিষয়ে অনুপ্রাণিত করছে। এবং স্বাস্থ্যকর্মীরা নিজ স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণের ব্যবস্থা করছে। এবং কোভিডের ডিউ ডোজ গুলি নেওয়ার বিষয়ে অবহিত করা হচ্ছে।
Post Views: 108