বরুণ মন্ডল, কলকাতা : কলকাতা পুরসভা আগামী ৪ জুলাই সোমবার থেকে পথকুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ অভিযান শুরু করছে। উওর কলকাতার বরো – ১ নম্বর (ওয়ার্ড নম্বর : ১ – ৯) থেকে এই কর্মসূচি শুরু হবে। পুরসূত্রে খবর, আগামী ছ’মাসের মধ্যে কলকাতা পুর এলাকার ৮৫,৯৩৪ টি পথকুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হবে। এজন্য ১৪৪ টি ওয়ার্ডের পাড়ায় পাড়ায় ১,৭১৯ টি ক্যাম্প তৈরি করা হবে। প্রসঙ্গত, ১০ মে স্টার থিয়েটারে পথকুকুরদের নির্বীজকরণ ও জলাতঙ্ক প্রতিষেধক প্রদানের কর্মসূচির সূচনা হয়েছিল।