লায়ন্স ক্লাব ক্যালকাটা সংবাদ: সুরস্রী রায়চৌধুরী: ১৯শে জুন শিয়ালদা মৌলালির স্বামী বিবকানন্দ হলে (মৌলালী যুবকেন্দ্র) অনুষ্ঠিত হলো ২৪ তম বার্ষিক অনুষ্ঠান।
আজকের অনুষ্ঠান দুটি পর্যায়ে ভাগ করাছিলো।প্রথমে সাংগঠনিক আলোচনা ও নতুন কিছু সভ্যের লায়ন্স ক্লাবের সদস্য হিসেবে যোগদান। লায়ন প্রদীপ আগরওয়াল নতুন সভ্যদের এই ক্লাবের কাজের দায়িত্ব বুঝিয়ে বলেন লিবার্টি,ইন্টেলিজেন্স, নিজস্ব দেশের নিরাপত্তা নিয়ে কাজ করার মানসিকতা নিয়ে আসতে হবে জানান।সঞ্চালক লায়ন প্রদীপ পাল সমস্ত অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনা করেন।লায়ন প্রদীপ দে,লায়ন অসি তাভো পাত্র পুরো অনুষ্ঠান পরিচালনা করেন।সমাজ সেবায় লায়ন্স ক্লাবের জুড়ি নেই।রক্তদান, চোখের ছানি অপারেশন,দুস্থ ছাত্র ছাত্রীদের বই,খাতা,কম্পিউটার শিক্ষা সব ব্যাপারে সাহায্যের কথা আজ আলোচিত হয়।
এরপর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়।এই পর্যায়ে চন্দ্রকলা নৃত্য অ্যাকাডেমি ক্লাসিক্যাল নৃত্য পরিবেশন করেন সম্রাজ্ঞী ঘোষ,সায়ন্তনী পাত্র, সৌমী পাত্র।সংগীত পরিবেশন করেন অরিয়ন সেন,সৌভিক রায় ও সুস্মিতা রায়।
পরিশেষে জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ হয়।