বরুণ মন্ডল,কলকাতা: কালীঘাট মায়ের নাট মন্দিরে শিলা ফলক প্রতিষ্ঠা কালীঘাট মন্দিরে ও সিরিটি মহাশ্মশান এর পাশে লোকনাথ ব্রহ্মচারীর বিগ্রহ ও মন্দির স্থাপন উপলক্ষে বাৎসরিক উৎসবের দিন ঘোষণা করলেন দক্ষিণ কোলকাতা লোকনাথ উৎসব সমিতির সাধারণ সম্পাদক গঙ্গাদাস বসাক।
কালীঘাট সংলগ্ন ঐ মন্দিরে সত্যনারায়ন পুজো চলাকালীন এদিন এই অনুষ্ঠানের সহ সম্পাদক অসিত চ্যাটার্জি ও সংগঠনের অন্যান্য আধিকারিক দের উপস্তিতে গঙ্গাবাবু জানান যে,এই উৎসবে পুজো,পাঠ বা ভোগ বিতরণ নয় এর পাশাপাশি আমাদের মূল উদেশ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাই আমফান থেকে করোনা অতীতে যেমন মানুষের কথা ভেবে তাদের সেবার কাজ চালিয়ে গেছেন আগামী তার বিরাম ঘটবে না।তার আনুষ্ঠানিক ঘোষণায় উঠে এলো আগামী ২৩ও ২৪ তারিখ কালীঘাট মন্দির সংলগ্ন দীলিপ মজুমদার কমিউনিটি হলে স্হানীয় পুর প্রতিনিধি প্রবীর মুখার্জির সহযোগিতায় অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করার সঙ্গে সঙ্গে বিনাব্যায়ে চশমা বিতরণ ও স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কর্মসূচীর কথা।যেখানে এই কাজ কে অনুপ্রেরণা দেওয়ার জন্য উপস্হিত থাকবেন সাংসদ থেকে স্থাণীয় বিধায়ক সহ বহু বিশিষ্টজন।সব মিলিয়ে এই মহোৎসব কে ঘিরে স্থাণীয় মানুষদের মধ্যে এক উৎসাহের ছবি ধরা পড়লো।