গণমিত্র : দুর্গা পুজোর আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি।করোনা নিয়ন্ত্রণের প্রথম বছরে বিশ্বকর্মা পুজোর একরাশ মুখ ভার করা বৃষ্টি ভেজা বেলায় আকাশে ঘুড়ির দেখা না মিললেও, বিশ্বকর্মা আরাধনায় কিন্তু কোন খামতি ছিল না। রাস্তার ধারে,শিল্পাঞ্চলে, কারখানাতে উৎসাহের পাশপাশি খোদ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কর্মীদের উপস্থিতিতে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হলো।আর এই পুজোরই আয়োজনের মধ্যে একেবারে পুরোহিতের ভূমিকায় দেখা গেল রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে।