Sat. Apr 1st, 2023

বরুণ মণ্ডল  :  উত্তর কলকাতার ৯ নম্বর ওয়ার্ডস্থিত ১৭ নম্বর হরচন্দ্র মল্লিক স্ট্রিটে (বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যা পুতুল বাড়ি নামে পরিচিত) অবস্থান করছে বাংলার যাত্রাজগতের অবিসংবাদিত প্রতিষ্ঠান নট্ট কোম্পানি।   সুবিশাল এই অট্টালিকাসম বাড়িটিতে বাংলার যাত্রাজগতের নটী বিনোদিনীর (১৯৭৩) মতো কালজয়ী বিভিন্ন যাত্রাপালার জন্ম হয়।  নট্ট কোম্পানির চতুর্থ প্রজন্ম মাখনলাল নট্ট (২০ মে, ২০১৪) বঙ্গ বিভূষণ সম্মানে সম্মানিত হন।  ২১ মে, ২০১৫ তে মাখনলাল নট্ট পরলোক গমন করেন।

স্থানীয় পুরপ্রতিনিধি মিতালী  সাহার প্রস্তাব,  হেরিটেজ ঘোষিত নট্ট কোম্পানি নামক এই বাড়িটি কলকাতা পুরসভা যদি অধিগ্রহণ করে, তার পুরনো চেহারাকে ফিরিয়ে আনতে পারে।  আর বাড়িতে বসবাসকারী শরিকরা রাজ্য সরকার বা কলকাতা পুরসভাকে বাড়িটি হস্তান্তর করতে ইচ্ছুক আছেন বলে স্থানীয় পুরপ্রতিনিধি জানান।  মিতালী সাহা বলেন, বাড়ির শরিকরা চান বাড়িটিতে কলকাতা পুরসভা একটি মিউজিয়াম গড়ে তুলুক।  তিনি আরও বলেন,  বাড়িটি পুরসভা অধিগ্রহণ করে মিউজিয়ামে রূপান্তরিত করলে,  তা একাধারে যেমন বাংলার মানুষকে বাংলার যাত্রাশিল্প সম্পর্কে ধ্যান-ধারণা পুষ্ট করবে, তেমনই সংগ্রহশালা থেকে পুরসভা ক্যাফে বা স্যুভেনিওর শপ করে আয় বৃদ্ধি করতে পারবে।

 মহানাগরিক ফিরহাদ হাকিম প্রস্তাবের উত্তর দিতে গিয়ে প্রথমেই বলেন, এই বাড়িটি আসলে একটি ‘হন্টেড হাউস’।   ‘হন্টেড হাউস’ লিস্টে উত্তর কলকাতার এই বাড়িটি আছে।   এই বাড়ির জমিটির ক্ষেত্রমান ৪ কাঠা ১২ ছটাক ২৭ স্কোয়ার ফুট।  স্থানীয় পুরপ্রতিনিধি যদি মিতালী সাহা উদ্যোগী হয়ে বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলে বাড়িটিকে কলকাতা পুরসভাকে দান বা হস্তান্তর করাতে পারেন, তাহলেই কলকাতা পুরসভা বাড়িটিকে নিতে আগ্রহী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!