Sat. Apr 1st, 2023

তিনটে মাস হাতে নেই আর দুর্গাপূজোর। খুঁটি পুজো প্রায় শেষ সব ক্লাব সংঘঠন গুলির।বিদেশে পাড়ি দিয়েছে বহু প্রতিমা। থিমের প্রস্তুতির সাথে সাথে নিজেদের কে কিভাবে সাজাবে ?তাই নিয়ে চলছে নানান বিকিকিনি ও খোঁজ খবর।কোন দোকানের ,শাড়ি তো কোন দোকানের পাঞ্জাবি, কুর্তা,এক কথায় ধীরে ধীরে জমে উঠেছে পুজোর বাজার গড়িয়াহাট, নিউ মার্কেট সহ শহরের অন্যান্য মার্কেট গুলোতে।

সেই সময় গণমিত্রের প্রতিনিধি খুঁজে পেল খোদ নিউ অলিপুরের কাছে বুড়োশিবতলায় পরিধান বুটিক।কোলকাতার সম্ভ্রান্ত এলাকায় পুরুষ,মহিলা,ছোটদের নতুন ফ্যাশনের পোশাক পাওয়া যাচ্ছে তাও আবার এক ছাদের নিচে,তাই ক্রেতাদের উৎসাহ দেখা গেল একটি সন্ধ্যায়।এখানেই শেষ নয় করোনা পরবর্তী সময়ে এবার একটি নতুন পুজোতে সাধারণের মধ্যে নিজের প্রতিষ্ঠানের পরিচয় মেলে ধরতে বিশেষ ছাড়ের একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে জানান এই বুটিকের কর্ণধার তৃপ্তি রায়।

শ্রীমতি রায় জানান সারা বছর এই বুটিক নানান মেলায় অংশগ্রহণ করে বাংলা সহ দেশের বেশ কিছু রাজ্যের মানুষের পছন্দের তালিকা টা বুঝে উঠতে সক্ষম হয়েছেন ,সেই কারণেই বোধহয় শহরে মল, ফ্যাশন বাজারের পাশাপাশি তার পরিধান বুটিক মানুষের কাছে গ্রহণ যোগ্য হয়ে উঠেছে।অনলাইনে পছন্দ তারপর ঘরে বসে ডেলিভারী পাওয়া ছাড়া রিবেট পাওয়া বাড়তি পাওনাই কোলকাতার দক্ষিণে ক্রেতাদের সেরা পছন্দের অন্যতম ঠিকানা হয়ে উঠতে পারে বলে হয়।

সৌজন্যে :পরিধান
৬২,বুড়োশিবতলা মেইন রোড
কোলকাতা-৩৮,
লীলা পেট্রোল পাম্পের পাশে
যোগাযোগ:৯৮৩০৩৯৮৬৫৬

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!