নিজস্ব প্রতিনিধি: সুকান্ত পল্লী আপনজন একটি জনসেবামূলক প্রতিষ্ঠান l যদিও তাদের কর্মসূচির মধ্যে শিক্ষার প্রসারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে l গত দুই বছর করোনা আবহে অন্যান্য বিষয়ের মতো শিক্ষাব্যবস্থা নিদারুণ সংকটের সম্মুখীন l সমাজের সর্বস্তরে সেই বিষয়ে সচেতনতা দেখা দিয়েছে l সেই ভাবনা নিয়ে সম্প্রতি, হুগলী র রামেশ্বরপুরের শান্তিডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠিত হল সুকান্ত পল্লী পাঠশালা, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র- ছাত্রীদের নিয়ে l
¨এই বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে এই শিশুদের অভিভাবকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতোl এই গ্রামের দুই ছাত্রীকে একজন মাধ্যমিক এবং একজন উচ্চ মাধ্যমিক পাস করে কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তি হয়েছে l তাদের এই প্রশিক্ষণের দায়িত্বও সুকান্ত পল্লী আপনজন ওয়েলফেয়ার সোসাইটি গ্রহণ করেছে।আবার এখানকারই দুই ছাত্রী সুকান্ত পল্লী পাঠশালাতে পড়াবার দায়িত্ব নিয়েছে সামান্য সাম্মানিকের বিনিময়ে তাদের একজন বি. এ. প্রথম বর্ষ ও একজন উচ্চ মাধ্যমিক পাশ । এই ভাবে তাদের মধ্যেও সমাজসেবার পাঠ দেওয়ার চেষ্টা করা হচ্ছে l প্রথম দিন বিদ্যালয়ে সম্মিলিত ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় ত্রিশ থেকে পয়ঁত্রিশ l তাদেরকে এইদিন খাতা, কলম ও টিফিন দেওয়া হয় সোসাইটির পক্ষ থেকে।