Sat. Apr 1st, 2023

নীলাভ রায় : উৎসবের আভিধানিক অর্থ খুঁজতে গেলে ‘আনন্দ’ বা তার প্রতিশব্দ খুঁজে পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু কঠিন বাস্তব সেই উৎসবের আঙিনাতেও কখনো কখনো এমন ঘটনার সামনে দাঁড় করায়, যাতে উৎসবের সানাইও মন ভারী করে তোলে। দুর্গাপুজোর আবহে এই শহরেই ঘটে যাওয়া এমনই কোন এক দুর্ঘটনা ও তার রেখে যাওয়া স্মৃতি উস্কে দিতে এবার ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এ তার গল্প ‘দুর্গা দুর্গতিনাশিনী’ আনতে চলেছেন পরিচালক রূপম পাল।

এক ছাপাখানা ও তার মালিক এক লেখিকার বদলে যাওয়া জীবন নিয়ে তৈরি রূপমস ক্রিয়েশন প্রযোজিত এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে নানা উল্লেখযোগ্য চরিত্রে দেখা যাবে সুদীপ মুখার্জী, ভাস্কর ব্যানার্জী, কৌশিক ব্যানার্জী, অনিমেষ ভাদুড়ি, দেবলীনা ঘোষ, স্বাগতা বাসু, দেবজয় মল্লিক, পিঙ্কি ব্যানার্জী, মিঠু চট্টোপাধ্যায়, সন্দীপ দে, সুব্রত গুহ রায়, সন্দীপ দে ও লাড্ডু (শিশুশিল্পী)-র মত টালিগঞ্জের নানা চেনা-অচেনা মুখকে। পৌষমিতা গোস্বামী-র সৃজনশীল পরিচালনায় এই ক্লিক শর্টস-এ কুমার গৌরব চক্রবর্তী-র সংগীত পরিচালনায় রবীন্দ্রসংগীত শোনা যাবে শ্রাবণী সেনের গলায়। গত ২৮ শে সেপ্টেম্বর হিন্দুস্তান পার্কের দ্য ইয়েলো টার্টেল-এ শংকরপুর থেকে কলেজ স্ট্রিট বাংলার বহু লোকেশনে শ্যুট করা এই ছবির প্রেস মিট-এ উপস্থিত থাকলেন ছবির কলাকুশলীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!