তাপস রায় : উপরের শিরোনামে লেখা কথা টি ছবির জন্য লিখলেও কার্যত প্রখ্যাত পরিচালক হরনাথ চক্রবর্তীর আপাতত এই বিষয়ে কোন আগ্রহ নেই। তবুও পরিচালক হরনাথ চক্রবর্তীর নতুন ছবি কথা লিখতে গিয়ে রসিক কথার প্রসঙ্গ আনতে হলো।
শীঘ্রই যে রসিক বাঙালীর বিনোদনের সাধের পাতে যে ‘ ভাত ডাল চুরমার’ চচ্চড়িমতো জমজমাট একটি হাসির ছবি পরিবেশন হতেচলেছে।সেই ছবির একেবারে হাড়ির খবর নিতেই রাঁধুনি থুড়ি ছবির পরিচালক হরনাথ চক্রবর্তীর কাছে পৌঁছান লেকমলের ফোর্থ ফ্লোরের লর্ডস অফ দ্যা ড্রিংকস এর ফ্লোরে ছবির পোস্টার লঞ্চের বিশেষ মুহূর্তে।বনি ও কৌশানীর অভিনয় ও তাদের নিজস্ব বি.কে প্রোডাকশন সঙ্গে রবি ভালোটিয়া র প্রথম প্রযোজনার এই ছবিটিকে নির্ভেজাল করতে পরিচালক ব্যবহার করেছেন খরাজ মুখার্জি,রজতাভ দত্ত,স্বাগতা মুখার্জি দের সাবলীল অভিনয় কে।পদ্মনাভ দাশগুপ্তের ছবি কথায় রাগে,অভিমানে সর্বত্র ছড়িয়ে রয়েছে হাসির মশলা।
ঘ্রানে যেমন অর্ধ ভোজন হয়ে যায় তেমনিই এ ছবির গানেই অর্ধেক মজা পেতে পারেন বলে দাবী করেন এই সময়ের ব্যস্ত সংগীত পরিচালক অম্লান চক্রবর্তী।গোপী ভগতে র চিত্র গ্রহণে তৈরি ছবির পোস্টার টিকে যেন এক মজার মোড়কে মুড়েছেন একতা ক্রিয়েটিভ টেলস। সব মিলিয়ে বলা যেতে পারে নাটের গুরু অর্থাৎ পরিচালক হরনাথ বাবু মাছে ভাতের রসিক বাঙালী ‘ডাল ভাত চুরমা’চচ্চড়ি দেখার পর আবারও বলে উঠবে বাংলা ছবি জিন্দাবাদ।