Sat. Apr 1st, 2023

নিজস্ব প্রতিনিধি ঃ ১৯৯২ তে সুজিত গুহ-র পরিচালনায় মুক্তি পায় প্রসেনজিৎ অভিনীত ‘প্রথম দেখা’। ঠিক ৩০ বছর পর আবারও বড় পর্দায় মুক্তি পেল প্রায় একই নামের আরেকটি সিনেমা যার প্রিমিয়ার হয়ে গেল লেক মলের সিনেপোলিস-এ। তবে টলিপাড়ায় বেশ অনেকদিন ধরেই গুঞ্জন যে প্রথম সবকিছুর মতই নতুনত্বের সমাহার নিয়ে আসতে চলেছে এই ছবি।

নবাগত পরিচালক আকাশ মালাকার-এর পরিচালনায় এই সিনেমা ‘প্রথম বারের প্রথম দেখা’-য় প্রথমবারের জন্য জুটি বাঁধল আর্য্য দাশগুপ্ত ও ঋত্বিকা সেন। এর আগে নানান উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করলেও এবার স্কুল পড়ুয়ার ভূমিকায় দেখা যাবে ঋত্বিকা ও আর্য্যকে। এছাড়াও এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখার্জী, শান্তিলাল মুখার্জী, তুলিকা বসু, প্রসূন গায়েন, দেবরঞ্জন নাগ, পার্থসারথী চক্রবর্তী ও রাজু মজুমদার।

এস বি ফিল্মস প্রযোজিত এই ছবির গানের ক্ষেত্রেও নতুন কিছু উপহার দেওয়ার দাবি রাখেন সংগীত পরিচালক দেবব্রত। তবে বন্ধুত্ব ও প্রেমের চেনা রসায়নে দুই পরিবারের অসম অর্থনৈতিক পরিবেশ ‘চিরদিনই তুমি যে আমার’- এর মত সিনেমাকে দর্শকমনে বিশেষ ছাপ ফেলতে সাহায্য করলেও,  অনেকটা একই প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় বর্ণিতা বোস এর কাহিনী ও পিউ ভট্টাচার্য্য মুখার্জীর সংলাপ এই সিনেমাকে বক্স অফিসে কতখানি জায়গা করে দিতে পারল সেটাই এখন দেখার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!