Sat. Apr 1st, 2023

নিজস্ব প্রতিনিধি ঃ “পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি..।” কবিগুরু-র বিখ্যাত একটি কবিতার এই লাইন ধার করে লিখতে গিয়ে দিশে হারা কলম যেন লিখে ফেলতে চাইছিল এক অন্য আমিত্ব-এর কথা। যার পেছনে রয়েছে রথযাত্রার দিন সন্ধ্যায় বেহালা নতুন বাজারের জগন্নাথ মন্দিরের উদ্যোক্তাদের আমন্ত্রণে নিজের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাজির হওয়া শোভন চট্টোপাধ্যায়ের এই ছবি। প্রাক্তন মেয়র ও মন্ত্রীকে দেখে যেন স্থানীয় মানুষজনের জোড়া চোখে ধরা পড়েছিল এক বিস্ময়ের চাউনি। কেউ কেউ তো (শোভনবাবুকে) বলেই ফেললেন যে বেহালা আজও অপেক্ষা করে আছে আপনার জন্যে। একেবারে ছাত্র অবস্থা থেকে জনপ্রতিনিধিত্ব করা শোভন বাবু যেন দেখলেন আর ফিরে পেলেন তার পুরোনো এলাকার মন। নিমেষের মধ্যে প্রিয় ‘কানন’-কে ঘিরে ফেলা মানুষকে দেখে ইতিমধ্যেই নানান জল্পনা শুরু হয়েছে। তাই শুরুর কবিতার লাইনের রেশ ধরে বলাই যেতে পারে যে এখানে রথ,পথ, রশির সব ভাবনাকে সরিয়ে রেখে সামনের দিনে এক রাজনীতির গাঁটছড়ার ছবি ফিরিয়ে দেবেন এক অন্তর্যামী। আবার কেউ কেউ আবার এও ভাবছেন যে রাজনীতির মাঠে জনসংযোগের সুযোগের নামে এটি ছিল শোভন -বৈশাখীর একটা ছোট্ট ওয়ার্ম-আপ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!