গণমিত্র ডেস্ক: নাগরিক রোজনামচার হাঁসফাঁস করা সময়গন্ডি পেরিয়ে যাওয়ার ইচ্ছা কার নেই। সব মনের নিত্য আকাঙ্ক্ষা মুক্তির। কিন্তু পথটা থেকে যায় অজানা। তবে সেই পথের ঠিকানা জানা না থাকলেও কল্পনার ডিঙি নৌকোয় ভেসে তার আভাস পাওয়া যে খুব কঠিন নয়, সেই কথাই তার চতুর্থ একক ছবি প্রদর্শনীতে বোঝাতে চাইল শিল্পী সুদীপ্ত অধিকারী।
কর্পোরেট, বিশেষত মার্কেটিং জগতে স্বাক্ষর রাখা সুদীপ্ত, তার পারিবারিক ব্যবসা সামলেও বুঁদ হয়ে থাকেন রঙ তুলির নেশায়। যার প্রতিফলন ধরা পড়লো একাডেমী অফ ফাইন আর্টস-এর নিউ সাউথ গ্যালারি হল এ ৬ই অক্টোবর থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত প্রদর্শিত তার ছবিগুলোতে। ফাইন আর্টসে কোন প্রথাগত শিক্ষা না থাকলেও ‘ব্রিদিং ড্রিমস’ নামের এই চিত্র প্রদর্শনীতে এই তরুণ শিল্পীর রঙিন ক্যানভাস ও তার সাথে সাযুজ্য
রাখা আবহ সংগীতের ব্যবহার গ্যালারিতে আসা শিল্পানুরাগীদের এক অনির্বচনীয় আনন্দ দিতে সক্ষম ছিল বলে জানান প্রদর্শনীতে উপস্থিত অনেক বিশিষ্টজনেরাই।