তাপস রায়, কলকাতা : সম্প্রতি, রবীন্দ্র সদনে মহানায়ক উত্তমকুমারের ৪৩ তম প্রয়াণ দিবসে দুঃস্থ শিল্পীদের সাহায্যার্থে সঙ্গীত ও চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পীদের উত্তম কলারত্ন সম্মানে সম্মানিত করা হয়।
একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন জোজো,স্বাগতালক্ষী দাশগুপ্ত ,সৈকত মিত্র, দীপশ্রী সিনহা সহ অন্যান্য বিশিষ্ট শিল্পীগণ। এছাড়া বিভিন্ন সময় শাশ্বত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, দেবাশীষ কুমার, রত্না ঘোষাল, ভাস্বর চট্টোপাধ্যায়,কল্যাণ সেন বরাটদের মতো বেশ কিছু গুণীজনদের প্রাপক এবং জ্ঞাপকের ভূমিকায় দেখা যায় ঐ দিন অনুষ্ঠানে। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর উপস্থাপনার জন্য শিল্পী সংসদের আধিকারিক সাধন বাগচী , সুরকার অশোক ভদ্র, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-দের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।