গণমিত্র ডেস্কঃ জাতীয় শিক্ষা নীতি ২০২০ -এর খসড়ায় দেশের ত্রি-স্তরিয় শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি
প্রাক-বিদ্যালয় (প্রি-স্কুল) বা প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থার ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে।
গত ২১শে আগস্ট কলকাতা প্রেস ক্লাবে নালন্দা লার্নিং ও প্রাইভেট স্কুলস এন্ড চিলড্রেন ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর সহযোগিতায় এসোচেম এর উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হল একটি শিশুশিক্ষা বিষয়ক একটি কর্মশালা।